পঞ্চগড়ের বোদায় কমিউনিটি পুলিশিং ডে পালিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ের বোদা থানায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। “কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র- শান্তি শৃংখলা সর্বত্র” এই প্রতিপাদ্যে বোদা থানা পুলিশ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১১ টায় থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালি রের করা হয়। র্যালিটি বোদা বাজারের প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে থানা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচপীর ইউনিয়নের চেয়ারম্যান অজয় কুমার রায়, ওসি তদন্ত মামুনুর রশিদ, সেকেন্ড অফিসার দিপেন্দ্র নাথ , নজরুল ইসলাম সভাপতি বোদা প্রেস ক্লাব, মাহমুদুল হাসান বাবু সাধারণ সম্পাদক বোদা রিপোর্টার্স ক্লাব,মোঃ ইউসুফ সাধারণ সম্পাদক ইজিবাইক সমিতি ।এসময় থানা পুলিশ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।