পঞ্চগড়ের বোদায় অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ


বোদা (পঞ্চগড়) প্রতিরিনধি : পঞ্চগড়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ হতে অসহায় শীতার্থ মানুষের মাঝে সোয়েটার বিতরন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার বোদা থানা চত্বরে এসব বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা (পিপিএম)। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মো: মামুনুর রশিদ। অনুষ্ঠানে ৪শ জনের মাঝে শীতবস্ত্র তুলে দেন। জেলা পুলিশ ইতিমধ্যে ৫ উপজেলায় প্রায় আড়াই হাজার শীতবস্ত্র বিতর ণকরেন।