পঞ্চগড়ের বোদায় ফলন্ত মালটা বাগান ট্রাক্টর দিয়ে ভেঙ্গে নষ্টের অভিযোগ


পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় সকালে ট্রাক্টর দিয়ে হালচাষ করে ১০ বিঘা জমির বপন করা মালটা বাগানসহ ফুলকপি, লাউগাছ, পিয়াচ, রসুন, সাখসবজী নষ্টের অভিযোগ উঠেছে।গত বৃহস্পতিবার ৫ জানুয়ারী ভোরে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শাহাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই জমির ইজারাকৃত আশিরুল নামে ভূক্তভোগী কৃষক অভিযোগ করে জানান, ১০ বছরের চুক্তিতে ১০ বিঘা জমিতে চলতি মৌসুমে মালটাবাগানের পাশাপাশি ফুলকপি, লাউগাছ, পিয়াচ, রসুন, সাখসবজী বপন করেন। মালটাবাগানের ৯‘শ গাছগুলোতে ফলন ধরেছে। এদিকে গত বৃহস্পতিার ১০ বিঘা জমির মালটাবাগানসহ সকল সাকসবজী ট্রাক্টর দিয়ে ভেঙ্গে দেয় জমির মালিক নবিউল মুলক শাহ,আনিছুজ্জামান শাহ ও গওছুল আজম শাহ। এতে তাদের কয়েক লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ছবি তুলে নিয়ে বলে থানায় এসে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। শুক্রবার (০৬জানুয়ারী) দুপুরে বোদা থানায় ৪ জনের নামে মামলা করেছেন ইজারাকৃত আশিরুল নামে ভূক্তভোগী কৃষক। কৃষক আশিরুলের পরিবার জানান,এই জমিতে আমার তিন বছর ধরে অনেক পরিশ্রম দিয়ে চাষাবাদ করে নিজের সন্তানের মত মালটাগাছ গুলোকে লালন পালন করে আসছি। তারা আমাদের না জানিয়ে সকালে ট্রাক্টর দিয়ে চাষ করে ফলন্ত মালটা বাগান ফসলহানি করেছে। আমারা এর সুষ্ঠ বিচার চাই। তা না হলে আমার পরিবার পরিজন নিয়ে পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। সম্প্রতি ওই জমির মালিক দাবীও করে জানান চুক্তি সাপেক্ষে সময়মত টাকা না দেয়াতে আমরা মালটাবাগান ভেঙ্গে সকালে ট্রাক্টর দিয়ে চাষ করেছি। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এনিয়ে তারা অভিযোগ দায়ের করেছেন। আমরা আইনগত ব্যবস্থা নিবো।