পঞ্চগড়ের বোদায় বাল্যবিবাহ বন্ধে ব্রাকের তথ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত


বিশেষ প্রতিবেদন: বাল্য বিবাহ বন্ধ করতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী সরকারপাড়ায় এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান ব্রাক এর তথ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে । সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এর পল্লীসমাজের আয়োজনে আজ সকাল ১০ ঘটিকার সময় এই তথ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। এসময়ে কিশোর কিশোরীদের মাঝে বাল্যবিবাহ রোধ করা সহ সামাজিক ক্ষমতাতন এবং কিশোর কিশোরীদের শিক্ষা নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির এসোসিয়েট অফিসার আল ইমরান এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহসীনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল হাসান হিরু, ইউপি সদস্য ছামিউল ইসলাম, মহিলা ইউপি সদস্য লাভলি আক্তার এবং ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার মেহেদি হাসান৷ উক্ত তথ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে কিশোরীদের মাঝে বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক বক্তব্য রাখেন অতিথিরা৷ উপস্থিত অতিথীবৃন্দ বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে সঠিক দিক-নির্দেশনা দেন।এরপর ১৩ থেকে ১৮ এর নিচে সকল কিশোরীদের মাঝে তথ্যকার্ড বিতরন করা হয়। তথ্যকার্ডে কিশোরীদের ১৮ বছর পূর্ণ হওয়ার সময়কাল, বাল্যবিবাহ প্রতিরোধের জন্য ইউএনও, পুলিশ কর্মকর্তার নাম্বারসহ হটলাইন নাম্বার দেয়া আছে।এই কার্ড পেয়ে উচ্ছ্বসিত সবাই এবং বাল্যবিবাহ না দেয়ার প্রতিশ্রুতি দেন।আলোচনা শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।