ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ের বোদায় ভোর রাতে চোরাকারবারীর বাড়িতে পুলিশের অভিযান ভারতীয় গরু উদ্ধার

বোদা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী গ্রামের চোরাকারবারীর বাড়ি থেকে পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জুলাই) ভোররাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তবর্তী মালকাডাঙ্গা গ্রামে চোরাকারবারী ডালিম (৩৬) এবং তার ছোট ভাই মামুন (৩২) এর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচটি গরু উদ্ধার করে। গরুগুলোর আনুমানিক মুল্য প্রায় চার লাখ টাকা। বর্তমানে বোদা থানা পুলিশের হেফাজতে রয়েছে ভারতীয় পাঁচটি গরু।

পুলিশ জানায় বড়শশী ইউনিয়নের চিহ্নিত চোরাকারবারী মামুন ও ডালিম সহোদর ভাই । ওই এলাকায় বেশকিছুদিন ধরে গরু চোরাকারবারীর সাথে জড়িত তারা। রোববার দিবাগত গভীর রাতে খবর পাওয়া যায় অবৈধভাবে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে গরু বাংলাদেশে এসেছে। খবর পেয়ে পুলিশ সোমবার ভোররাতে মামুন ও ডালিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ছোট ভাই মামুনের বাড়িতে তিনটি বড় আকৃতির এবং বড় ভাই ডালিমের বাড়িতে দুইটি মাঝারি ভারতীয় গরু পাওয়া যায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায় । পরে পুলিশ তাদের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোদা থানার ওসি আবু সাইদ চৌধূরী জানায় ভারতীয় গরু কিভাবে বাংলাদেশে আসে? কারা এই চক্রের সাথে জড়িত । এইসব বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্তের পর মামুন ও ডালিম সহ জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। পরে গরুগুলো নিলামে বিক্রয়ের কথা রয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |