পঞ্চগড়ের বোদায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন


বিশেষ প্রতিবেদন: মুজিববর্ষ উপলক্ষ্যে পঞ্চগড় জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১ এর আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাথরাজ সরকারি কলেজ মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বোদা পৌরসভার মেয়র এএ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তানু,বোদা উপজেলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল। প্রশিক্ষণে বোদা উপজেলা ফুটবল একাডেমি হতে ৩০জন প্রশিক্ষণার্থী ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে