ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ের বোদা পৌরসভা ৪ মেয়র প্রার্থী সহ ৪৫ জনের মনোনয়নপত্র জমা

পঞ্চগড় প্রতিনিধি:আগামী ২৯ ডিসেম্বর ২য় বারের মত পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচন। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সকাল ১০ টার পর থেকে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের অনেকে মিছিল, ভ্যান র‌্যালী ও বাশিঁ  নিয়ে আসতে থাকেন উপজেলা নির্বাচন অফিসারের কার্য্যালয়ে । মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিকেল ৪ টা পযর্ন্ত মেয়র পদে চারজন এবং সাধারন কাউন্সিলর ৩১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন তাদের মনোনয়নপত্র বোদা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো আলমগীর ও বোদা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম সরকারের কাছে জমা দেন।

মেয়র পদের প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজহার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী ও  বোদা উপজেলা শাখার সহ সভাপতি  হাতপাখা প্রতীকে মওদুদ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে বিএনপি নির্বাচনে সরাসরি অংশ না নিলেও স্বতন্ত্র হিসেবে বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আখতার হোসেন হাসান, পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দিতে এসে নির্বাচন সুষ্ঠর আশাবাদ প্রকাশ করেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে ভোটারদের ভোট ও সমর্থন কামণা করেন তারা।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজহার আলী বলেন, প্রধানমন্ত্রী আমাকে যোগ্য মনে করে নৌকা প্রতীক দিয়েছেন। আমি আশা করি এ পৌরসভার উন্নয়নে জনগণ আমাকে নির্বাচিত করবে।

এদিকে নির্বাচনকে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ করতে আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয় সকল প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বলেন, নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি বুথে একটি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার  ১৪ হাজার ৫১২ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ৪৬১ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৫১ জন। মনোনয়পত্র যাচাই বাছাই হবে আগামী ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১০ই ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর। আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পৌরসভার ৯টি কেন্দ্রের ৪৮টি বুথে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি সহ র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন থাকবে।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |