পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলে এড্যাভোকেসি ও লবিং এবং নেতৃত্ব বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সমাপ্ত


পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ছিটমহলে এড্যাভোকেসি ও লবিং এবং নেতৃত্ব বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলে অত্যাধুনিক যুব ডিজিটাল ক্লাব প্রতিষ্ঠা করণ প্রকল্পের এড্যাভোকেসি ও লবিং এবং নেতৃত্ব বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। একশন এইড এর সহযোগিতায় ও অঙ্গিকার সমাজ উন্নয়ন সংস্থা তিন ব্যাপী এ প্রকল্পের আয়োজন করে। এসময় হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মুসা কলিমুল্লাহ প্রধান,সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমান, অঙ্গিকার সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মালেকা ইয়াসমিন,মফিজার রহমান কলেজের অধ্যক্ষ এম এ নুরুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। গত রোববার থেকে এড্যাভোকেসি ও লবিং এবং নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে মঙ্গলবার বিকেলে সমাপ্ত হয়েছে। এতে ৩৬ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে প্রশিক্ষণ গ্রহন করে।