পঞ্চগড়ের সাইকেলিষ্টদের সাথে নেদারল্যান্ডের সাইকেলিষ্ট হার্ম ভ্যান কুপেভেল্ট


পঞ্চগড় প্রতিনিধি : নেদারল্যান্ডের একটি ইউনিভার্সিটিতে পড়েন সাইকেলিষ্ট ভ্যান কুপেভেল্ট। ব্যাচেলর পরীক্ষা শেষ করে এক বছরের একটি ছুটিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন বিশ্ব ভ্রমণে । গত জুলাই মাসে নিজের দেশ থেকে যাত্রা শুরু করেন তিনি । এর পর প্রতিবেশি রাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলো ভ্রমণ করে তিনি ভারত হয়ে নেপাল ভূটান পেরিয়ে গত শনিবার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে প্রবেশ করেন বাংলাদেশে। পঞ্চগড়ে এসেই তিনি খোঁজ করেন এখানকার স্থানীয় সাইকেলিষ্টদের। পেয়েও যান তাদের। রোববার সকাল থেকে শুভেচ্ছা এবং অভিজ্ঞতা বিনিময় হয় তাদের মধ্যে । মকবুলার রহমান সরকারি কলেজের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে হার্ম সাইকেলিষ্টদের নানা টিপস প্রদান করেন। এসময় কলেজের অধ্যক্ষ্য এম দেলোয়ার হোসেন সরকার, পঞ্চগড় সাইকেলিষ্ট রাইডারের সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ পঞ্চগড়ের সাইকেলিষ্টরা উপস্থিত ছিলেন।