পঞ্চগড়ের সীমান্ত এলাকায় স্বাস্থ্য সেবা ও গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছে বিজিবি


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সীমান্ত এলাকায় স্বাস্থ্য সেবা,বিনা মুল্যে ঔষধ ও গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছে পঞ্চগড় ১৮ বিজিবি। আজ শুক্রবার (১৩ জানুয়ারী) বিকেলে জেলার আটোয়ারী উপজেলার ধামোর গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ে মাঠে সীমান্তের জনসাধারণের মাঝে বিনা মুল্যে স্বাস্থ্য সেবা ও গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ঠাকুরগাও সেক্টর কমান্ডার কর্ণেল মো: সোহরাব হোসেন পিএসসি গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামুল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: মাহফুজুল হক,গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের দুলাল সহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রায় ৫ শতাধিক রোগীকে স্বাস্থ সেবা প্রদান, বিনা মু্ল্যে ঔষধ বিতরণ ও ৫ শতাধিক অসহায় দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গাছবাড়ী এলাকার জয়গুন ৭০ নামে এক বৃদ্ধা বলেন ঠান্ডায় কাবু হয়ে ছিনু । বিজিবি মোক একটা কম্বল দিছে। কম্বল পাইছু। মুই এলা খুশি।