পঞ্চগড়ে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


পঞ্চগড় প্রতিনিধি: ঢাকা সিদ্ধেশ্বরী রমনা আনার কলি সুপার মাকের্ট ব্যবসায়ী ও মসজিদ মুসুল্লিদের পক্ষ থেকে পঞ্চগড়ে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের দলুয়াপাড়া এলাকায় প্রায় ৫ শতাধীক অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকা রমনা আনার কলি সুপার মাকের্ট ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান মো: বেলাল হোসেন অসহায় শীতার্তদের হাতে কম্বল ও গরম টুপি তুলে দেন। এসময় ঢাকার রমনা আনার কলি সুপার মাকের্ট ব্যবসায়ী সমিতির যুগ্নসাধারণ সম্পাদক মো: হাসান,লাল চাঁন হাওলাদার,ব্যবসায়ী আলাউদ্দীন ও সফিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন। আনার কলি সুপার মাকের্ট ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান মো: বেলাল হোসেন বলেন,প্রতিবারের মতো এবারোও আমরা আমাদের ব্যবসায়ী সমিতি ও মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে পঞ্চগড়ের অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিতে পারে খুব ভালো লাগছে।