পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত


পঞ্চগড়ঃ “সময় এখন নারীর: উন্নয়নে তারা. বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবন ধারা” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসককের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী অডিটোরিয়াম গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখসানা মমতাজসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শ্রমজীবি নারী অংশ নেন। র্যালী শেষে সরকারী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।