পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড় প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২মার্চ) দুপুরে পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফা,সহকারী পরিচালক রাজিউর রহমান,ফিল্ড অফিসার মোকারম হোসেন,মাষ্টার টেইনার আব্দুস সামাদসহ শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়।
র্যালী শেষে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দেলওয়ার হোসেন প্রধান,নুরুন আলা নুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মাওলানা আব্দুর রহমান .খাঁন বাহাদুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সামাদ প্রমুখ বক্তব্য রাখেন।