ঢাকা, শনিবার, ১০ই জুন ২০২৩ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা দুই যুবক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হল-বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনী এলাকার আব্দুল সিদ্দিকের ছেলে ফিরোজ আলী (২৭) ও একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মারুফ হোসেন (২১)। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ, মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভাউলাগঞ্জ দারুস সালাম নেছারিয়া আলিম মাদরাসার এক শিক্ষার্থী বাড়ি থেকে ৬ কিলোমিটার দুর থেকে মাদরাসায় আসতো। মাদরাসা ছুটির পর সেখানেই প্রাইভেট পড়তো। আসামী ফিরোজ ও মারুফ কয়েকদিন ধরে ওই মাদরাসা ছাত্রীর আসা ্যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সাকাতিপাড়া এলাকায় তার মুখ চেপে ধরে ফিরোজ ও মারুফ পাশের একটি চা বাগানে নিয়ে ওই মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে সে চিৎকার করলে পালিয়ে যায় দুই যুবক। পরে বাড়ি ফিরে সে তার বাবা মাকে বিষয়টি জানায়। গভীর রাতে ওই শিক্ষার্থীর বাবা ফিরোজ ও মারুফকে আসামী করে বোদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। শুক্রবার ভোররাতে পুলিশ দুই আসামীকে গ্রেফতার করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, মামলার পর পরই পুলিশ দুই আসামীকে গ্রেফতার করে। ২২ ধারায় আদালতে ওই শিক্ষার্থীর জবানবন্দি নেয়া হয়েছে। আসামীরা তাদের দোষ শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

You must be Logged in to post comment.

সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |     লালমনিরহাটে ট্রাক উল্টে নিহত ১, আহত ৪     |     মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |