ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা দুই যুবক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হল-বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনী এলাকার আব্দুল সিদ্দিকের ছেলে ফিরোজ আলী (২৭) ও একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মারুফ হোসেন (২১)। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ, মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভাউলাগঞ্জ দারুস সালাম নেছারিয়া আলিম মাদরাসার এক শিক্ষার্থী বাড়ি থেকে ৬ কিলোমিটার দুর থেকে মাদরাসায় আসতো। মাদরাসা ছুটির পর সেখানেই প্রাইভেট পড়তো। আসামী ফিরোজ ও মারুফ কয়েকদিন ধরে ওই মাদরাসা ছাত্রীর আসা ্যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সাকাতিপাড়া এলাকায় তার মুখ চেপে ধরে ফিরোজ ও মারুফ পাশের একটি চা বাগানে নিয়ে ওই মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে সে চিৎকার করলে পালিয়ে যায় দুই যুবক। পরে বাড়ি ফিরে সে তার বাবা মাকে বিষয়টি জানায়। গভীর রাতে ওই শিক্ষার্থীর বাবা ফিরোজ ও মারুফকে আসামী করে বোদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। শুক্রবার ভোররাতে পুলিশ দুই আসামীকে গ্রেফতার করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, মামলার পর পরই পুলিশ দুই আসামীকে গ্রেফতার করে। ২২ ধারায় আদালতে ওই শিক্ষার্থীর জবানবন্দি নেয়া হয়েছে। আসামীরা তাদের দোষ শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |