পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত


পঞ্চগড় প্রতিনিধি :বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। “কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র- শান্তি শৃংখলা সর্বত্র” এই প্রতিপাদ্যে পঞ্চগড় জেলা পুলিশ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে পুলিশ লাইন্সের মুল ফটকের সামনে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি রের করা হয়। র্যালিটি পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কমিউনিটি পুলিশিংকমিটির এস এম হুমায়ুন করির উজ্জ্বল প্রমুখ বক্তব্য রাখেন।
র্যালী ও সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশিং কমিটির সদস্য, মুক্তিয্দ্ধোাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যেম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।