ঢাকা, রবিবার, ১১ই জুন ২০২৩ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হিন্দু ,বৌদ্ধ , খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ-অনশন ।

পঞ্চগড় প্রতিনিধিঃ বর্তমান ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে সারাদেশের ন্যায় একযোগে পঞ্চগড়ে সকাল-সন্ধ্যা গণ-অনশন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শাখা ।

শনিবার (২২অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল-সন্ধ্যা গণ-অনশন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা।

২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারে সরকারি দলের প্রতিশ্রুতি-সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন,পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বান্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠন বক্তব্যে তুলে ধরেন।
এ সময় পঞ্চগড় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি,কল্যাণ কুমার ঘোষ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় এর সঞ্চালনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক,বাবু বিপেন চন্দ্র রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সভাপতি নকুল কুমার রায়, তেঁতুলিয়া উপজেলার সভাপতি ভবেশ কুমার, সাধারণ সম্পাদক করিমল কুমার সেন, বোদা উপজেলা সভাপতি উত্তম কুমার মজুমদার,সহ-সভাপতি দ্বীগেন্দ্র নাথ রায়, আটোয়ারী উপজেলার, সাধারণ সম্পাদক, কমলেস চন্দ্র ঘোষসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা পূজা উদযাপন পরিষদের,সাধারণ সম্পাদক বাবু বিপেন চন্দ্র রায় বলেন, সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে যে লড়াই এই লড়াইয়ের অংশ হিসেবে আমরা আজকে সারাদেশের ন্যায় পঞ্চগড়ে সকাল সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি মানা না হলে পরবর্তিতে আলোচনা করে কঠোর কর্মসুচি পালনের ঘোষনা দেন গণ-অনশন চলাকালে।

You must be Logged in to post comment.

বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুদ্ধ-১৭) উদ্বোধন     |     মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান     |     রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত     |     মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন     |     ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১     |     ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত     |     কাগজে-কলমে পাঠাগার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ      |     সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |