পঞ্চগড়ে ক্ষুদ্র চা চাষীদের নিয়ে কর্মশালা


পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে ক্ষুদ্র চা চাষী এবং সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা শনিবার (৩১ মার্চ) পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।ক্রিস্টিয়ান এইড ও ট্রেইডক্রাফটের আর্থিক সহায়তায় ইকুয়্যালিটি-২ প্রো-পুওর মার্কেট এ্যাক্সেস ফর স্মল টি গোয়ার্স ফর সাসটেইনেবল লাইভহুডস প্রকল্পের আওতায় বিকাশ বাংলাদেশ এই কর্মশালার আয়োজন কর্মশালায় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলীম খাঁন ওয়ারেশী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এম এ প্রধানের সভাপতিত্বে কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল হক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দেবাশীষ দাস, জেলা মৎস্য কর্মকর্তা ডা. মো. আফতাব, জেলা সমবায় কর্মকর্তা মো. শাহজাহান, ইকুয়্যালি টি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ শাহ সুফি মো. মোতয়াক্কেল বিল্লাহ, প্রজেক্ট কর্মকর্তা মো. মাসুদ করিম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় প্রকল্পের পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার শতাধিক ক্ষুদ্র চা চাষী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,চা কারখানার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইকুয়্যালিটি-২ প্রো-পুওর মার্কেট এ্যাক্সেস ফর স্মল টি গোয়ার্স ফর সাসটেইনেবল লাইভহুডস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ শাহ সুফি মো. মোতয়াক্কেল বিল্লাহ জানান, এ্ প্রকল্পের আওতায় ৩ হাজার ৭শত ক্ষুদ্র চা চাষী চা চাষের ওপর প্রশিক্ষণ, চায়ের চারা ও চা বাগান সৃজনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।