ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে মার্চ ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ে চাকুরি জাতীয় করণের দাবীতে গ্রাম পুলিশের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান।

পঞ্চগড় প্রতিনিধি: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশের চাকুরি জাতীয় করণের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্দ্যেগে এই মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, চড়ম দ্রব্যমূল্য উর্ধ্বগতির সময়ে ৬ থেকে ৭ হাজার টাকা বেতনে সংসার, ছেলে-মেয়ের লেখাপড়া ,চিকিৎসা অন্য ,বস্ত্র জীবন জীবিকা নির্বাহ করা খুবই কষ্ঠকর তাই সরকারের প্রতি আকুল আবেদন গ্রাম পুলিশ সদস্যদের চাকুরি জাতীয় করণের দাবী জানান বক্তারা।
এদিকে বাদী আদায় না হলে পরবর্তী কঠোর কর্মসূচীর ঘোষণা দেন গ্রাম পুলিশের নেতারা। বক্তব্য শেষে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম মাধম্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে স্বারকলিপি প্রদান করেন এবং জেলা প্রশাসক আশ্বাস দিয়ে বলেন আমি আপনাদের স্বারকলিপিটি দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণ করবো।
এসময় চাকুরি জাতীয় করণের দাবীতে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি মোঃ জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বুধারু বর্মণ সহ জেলা ও উপজেলার নেতৃবন্দ এবং পঞ্চগড় ৪৩টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা এবং শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ বিক্ষোভ মিছিল করে।

You must be Logged in to post comment.

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু     |     মেহেরপুরে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় বাবা ছেলে জখম     |     গাংনীতে কাজীপুর মুক্তিযোদ্ধাদের ৮ কবর স্মৃতি সৌধস্থল পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু     |     ছাত‌কে গো‌বিন্দগঞ্জ ক‌লে‌জে অ‌বৈধ অধ্যক্ষ অপসার‌নের দা‌বি‌তে মানবন্ধন      |     মেহেরপুরে মাটি বহনকারী ট্রলির চাপায় শিশু নিহত     |     টাঙ্গাইল-৪ আসন ভিআইপি প্রার্থী লতিফ সিদ্দিকী দুই দলের বিষফোঁড়া     |     ডোমারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত     |     কোটচাঁদপুর জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৯!     |     বগুড়ার শেরপুরে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে ফিলিং স্টেশনের মালিক লাপাত্তা     |