পঞ্চগড়ে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন


পঞ্চগড় প্রতিনিধি : বছরে ইদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (২৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা হলরুমে জেলা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে। পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মো: রিয়াজ উদ্দীন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক জাতীয় ইঁদুন নিধনের উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শামীম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাখাওয়াত হোসেন প্রিন্স, সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো: কামাল হোসেন সরকারসহ প্রমুখ। এসময় জেলার ৫ উপজেলার কৃষিবিদ,উদ্ভিদ সংরক্ষণ অফিসার,উপ-সহকারী কৃষি অফিসারসহ প্রায় দুই শতাধিক কৃষক অংশ নেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ইঁদুর নিধন করা হয়।