ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে নিহত ১, আহত ২

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রাক্টর উল্টে পিউস দাস (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বোধগাঁও-আটোয়ারী সড়কের নিতুপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত পিউস দাসের বাড়ি উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও খ্রিষ্টান পাড়া এলাকায়। এসময় গুরুতর আহত হন একই এলাকার ট্রাক্টর চালক রিপন দাস (২৮) ও তার সহকারী মো সোহলে রানা (২৩)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টরে চড়ে বোধগাঁও এলাকা থেকে আটোয়ারী উপজেলা শহরের দিকে আসছিলেন বৃদ্ধ পিউস দাস। এসময় তারা আলোয়াখোয়া ইউনিয়নের বোধগাঁও-আটোয়ারী সড়কের নিতুপাড়া এলাকায় আসলে মোড় ঘোরানোর সময় ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে নিহত হন পিউস দাস। এতে গুরুতর হন হন ট্রাক্টর চালক রিপন দাস ও তার সহকারী মো সোহলে রানা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহের সুরহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |