পঞ্চগড়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্টিত


আবু তাহের আনসারী পঞ্চগড় প্রতিনিধি ঃ জনগনের দোরগাড়ায় সেবা এই শ্লোগান নিয়ে পঞ্চগড়ে শুরু হলো ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্তরে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্ভাবনী মেলার উদ্ভোদন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রাম এর মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক জহিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রাম এর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চ,ু অতিরিক্ত পুলিশ সুপার এটিএম শাহীন আহাম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে মেলা স্টল পরিদর্শণ করেন। মেলায় ৫১ টি স্টলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবার সম্প্রসারণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষে পঞ্চগড়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এর আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল সেবা সমুহ প্রদর্শন করা হয়। মেলা উদ্ভোধণ করে প্রধান অতিথি বলেন প্রধাসমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জনগনের দোড়গোড়ায় বিভিন্ন সেবা পৌছে দেওয়ার জন্য নানামুখী কর্মসূচি গ্রহন করেছে। তারই অংশ হিসাবে প্রতিটি ক্ষেত্রে আইসিটির ব্যবহার ক্রমাগত বাড়ছে। এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যলী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে মেলা চত্তরে এসে শেষ হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেয়।ইনকিলাব সম্পাদক এর মায়ের মৃত্যুতে পঞ্চগড়ে শোক ও দোয়া মাহফিল আবু তাহের আনসারী পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ে দৈনিক ইনকিলাব এর প্রতিষ্ঠাতা মাওলানা এম এ মান্নান এর স্ত্রী এবং পত্রিকাটির সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মুদার্র্িেসন এর সভাপতি এএমএম বাহাউদ্দীন এর মা হোসনে আরা বেগমের মৃত্যুতে পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদরাসা হলরুমে পঞ্চগড় জেলা জমিয়াতুল মুদার্্েরসিন দোয়া অনুষ্টানের আয়োজন করে। এতে পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদরাসার অধ্যক্ষ ডঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক দুইপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আরমান আলী, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একেএম ফজলুর রহমান ও ইনকিলাব এর পঞ্চগড় প্রতিনিধি আবু তাহের আনসারীসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।