পঞ্চগড়ে তিনদিন ব্যাপী বারুণী মহাস্নান উৎসব শুরু

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বারুণী মহাস্নান উৎসব। আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলার বোদা উপজেলার বোয়ালমারীর করতোয়া নদীতে হিন্দু ধর্মালম্বীদের এই উৎসব শুরু হয়। দিনের আলো ফুটতে না ফুটতেই হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীরা এসে জড়ো হয় করতোয়া নদীর তীরে। দল বেধে তারা করতোয়ার উত্তরমূখী স্্েরাতে স্নান শুরু করে। সনাতন ধর্মমতে চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিন দিনে নদীর উত্তরমুখী ¯্রােতে স্নান করলে পাপ মোচন হয়। দেহ-মনকে পরিশুদ্ধ করতে অনেকে মাথার চুল বিসর্জন দেয়, পূজাআর্চনা করে। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেল পাতা, ফুল, ধান, দূর্বাঘাস, হরীতকী, কাঁচাআম, ডাব, কলা ইত্যাদি অর্পনের মাধ্যমে স্নান সম্পন্ন করে তারা। পিতা-মাতার স্বর্গবাসে এই ¯œান জরুরী মনে করেন হিন্দু ধর্মালম্বীরা। জেলার বিভিন্ন এলাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ সনাতন ধর্মালম্বী অংশ নেয় এই ¯œান উৎসবে। প্রতি বছরের মত এবারও স্থানীয় গঙ্গা মন্দির কমিটি বারুণী ¯œান উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহি মেলার আয়োজন করে। শনিবার সূর্যাস্ত পর্যন্ত চলবে এই পুণ্যস্নান উৎসব