পঞ্চগড়ে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা উপলক্ষে মতবিনিময় সভা


পঞ্চগড় প্রতিনিধিঃ “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে আগামী ৩ ও ৪ মার্চ দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম-সচিব ও পরিচালক মলয় কুমার রায়।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পঞ্চগড় পবিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলিম খান ওয়ারেশী এর সভাপতিত্বে এসময় পঞ্চগড় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মোজাফফর হোসেন,পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম,সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
মেলায় ৫টি উপজেলার স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন এনজিও এর প্রায় ২০টি স্টল থাকবে বলে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মোজাফফর হোসেন জানান।