পঞ্চগড়ে নির্মাণাধীন একটি পেট্রল পাম্পের নির্মাণাধীন ছাদ ধসে নিহত ৩ : আহত ৬


পঞ্চগড় প্রতিনিধিঃ মেসার্স পঞ্চগড় ফিলিং স্টেশন নামের নতুন একটি পেট্রল পাম্পের নির্মাণাধীন ছাদ ধসে বাবু (৩৫) ও লিটন (৪৮) ও সাধু (৩৫) নামে তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে ৬ জন। আজ বুধবার (৭ মার্চ) দুপুর দেড়টার সময় পঞ্চগড় সদর উপজেলার খান পুকুর এলাকায় এই ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও পুলিশ জানায় ,দুপুরে পঞ্চগড় সদর উপজেলার খানপুকুর এলাকায় নিমার্র্ধীন একটি পেট্রল পাম্পের ছাদের ডালাই এর কাজ চলছিল। হঠাৎ দুই পিলারে সড়ে গেলে বিকট শব্দে ছাদটি ধসে পড়ে। এতে নির্মাণ শ্রমিকরা চাপা পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা স্থলে গিয়ে উদ্ধারের কাজ শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে তিন জনের মৃত দেহ উদ্ধার করে ও আহত অবস্থায় আরোও ৬ জনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।এদের মধ্যে আশঙ্কাজন অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ গিযাস উদ্দিন আহমেদ। এরিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারের কাজ চলছে।