পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।


পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুজাহিদ ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলা হাড়িভাষা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত শিশুটি ওই এলাকার মোঃ মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশুটি সকালে বাড়িতে তার বাবার সাথে খেলাধুলা করে। এমন সবার অগোচরে মুজাহিদ বাড়ির পিছনে থাকা পুকুরে পরে যায়। পরবর্তিত্বে পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে পুকুরের পানিতে ভাসতে দেখে এই অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুুনিক সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় শিশু মুজাহিদের মৃত্যুতে ওই এলাকায় শোকের মাতোম চলছে।
এদিকে হাড়িভাষা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান রনি শিশুটি পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।