পঞ্চগড়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত


পঞ্চগড় প্রতিনিধিঃ আইন শৃংখলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশের অনেক সদস্য কর্তব্যরত অবস্থায় জীবন উৎস্বর্গ করেছেন। সেই সকল সদস্যদের বিদেহী আতœার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে প্রতি বছরের ন্যায় এবারও পঞ্চগড়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলিম খান ওয়ারেশী, পুলিশ সুপার মোহাম্মদ গিয়াসউদ্দীন আহম্মদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু তোয়ারবুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন। র্যালী শেষে পুলিশ লাইন চত্বরে নিহত পুলিশ সদস্যদের স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পণ করা হয়।#