ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের দুই সদস্যের নামে আদালতে মামলা

পঞ্চগড় প্রতিনিধিঃ প্রতারণা ও ধর্ষণনের অভিযোগে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের দুই সদস্যসহ অপর এক ব্যক্তির নামে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেছে এক নারী। আজ রোববার (৬ নভেম্বর) দুপুরে দুই সন্তানের জননী ওই নারী আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বাদি ওই নারী (শাহার বানু) কান্নারত কন্ঠে আদালত চত্বরে জানান, তার স্বামী কাজের জন্য দীর্ঘদিন ঢাকায় অবস্থান করার সুযোগে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম গুদুলু বিয়ের প্রলোভন দেখিয়ে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে জমি কিনে দেয়ার নামে অপর ইউনিয়ন পরিষদ সদস্য সুরাইয়া ও তার স্বামী সাবুলের সহায়তায় গরু-ছাগলসহ বাড়ির বিভিন্ন জিনিস পত্র বিক্রি করে তিন দফায় ৬ লাখ ৯৮ হাজার ৭’শ টাকা গ্রহণ করে। পরবর্তীতে নানান হুমকি দিয়ে ইউিনয়ন পরিষদের সদস্য সুরাইয়ার ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন আশরাফুল । জমি ও বিয়ের কথা বললে তাকে মেরে ফেলাসহ বিভিন্ন প্রকার হুমকি দেয় অভিযুক্তরা। ওই নারী বিভিন্ন জায়গায় বিচার দিয়ে কোন বিচার না পেয়ে আদালতে মামলা করেন। মামলাটির বিষয়ে বাদিনীর আইনজীবি, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবি অ্যাডভোকেট মো: মিজানুর রহমান সুজন ও এ্যাডভোট ওবায়দুর রহমান রাজন জানান, প্রতারিত ও ধর্ষিত ওই নারী ন্যায় বিচারের জন্য স্থানীয় সরকারের বিভিন্ন দফতরে সহায়তা চেয়েও কোন সহায়তা পাননি। ন্যায় বিচারের জন্য ওই নারী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |