পঞ্চগড়ে বাজুসের মতবিনিময় সভা


পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় পৌর এলাকার রাজনগড় কমিউনিটি সেন্টারে জেলা বাজুস শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা বাজুসের সভাপতি নবীন চন্দ্র বণিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা।
এসময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর সদস্য এনামুল হক সোহেল, জেলা বাজুসের সাধারণ সম্পাদক মধুসূদন রায় বণিক প্রমুখ।
এসময় সভায় জেলা ও উপজেলা বাজুসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্বর্ণ ব্যবসায়ীদের উন্নয়ন, সম্ভবনা ও নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়।