ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিএনপি -পুলিশ সংঘর্ষের ঘটনায় পৃথক ৫টি মামলা দায়ের এজাহার আসামি ৮১ জন অজ্ঞাতনামা প্রায় দেড় থেকে দুই হাজার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে  পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পঞ্চগড় সদর থান সদর থানায়  পৃথক ৫টি  মামলা দায়ের দায়ের করা হয়েছে।
রবিবার দুপুরে পঞ্চগড় সদর থানায় ৫ জন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।

এসব মামলায় ৮১জনের নামীয়সহ অজ্ঞাতনাযা প্রায় দেড় থেকে ২ হাজার নেতাকর্মীকে আসামী করা হয়েছে৷
পুলিশ গতকাল রাতে  অভিযান চালিয়ে বিএনপি ও জামাতের আটজন নেতাকর্মীকে আটক করেছে।
 পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।
 পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, সদর থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম চৌধুরী  বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান, দাঙ্গা সৃষ্টি, দাঙ্গা সৃষ্টি,সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ওপর মারপিট, সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে এজাহার নামীয় ২২জনসহ ১১শ-১২শ নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন  উপ-পরিদর্শক সাইদুল রহমান বাদী হয়ে  বিস্ফোরক দ্রব্য আইনে ১৩ জনের নামীয়সহ ১৫০-২শ জনের নামে মামলা দায়ের করেন। উপ-পরিদর্শক ভবেশ চন্দ্র রায় বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান, দাঙ্গা সৃষ্টি,সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ওপর মারপিট, সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে ১৬ জনের নামীয়সহ ২৪৫-১৫০ জনের অজ্ঞাত নামে মামলা দায়ের করেন। একই অভিয়োগে উপ-পরিদর্শক আলতাব হোসেন সরকার বাদী হয়ে ১৬ জনের নামীয়  ও অজ্ঞাত ১২৫-১৩৫ আসামী করে মামলা দায়ের করেন এবং উপ-পরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনের নামীয় ও অজ্ঞাত ১৫৫-১৬০ আসামী করে মামলা দায়ের করেন।
পুলিশ বিএনপি’র সংঘর্ষের ঘটনায় ঘটনায় নিহত  বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের লাশ ময়নাতদন্তের শেষে বিকেলে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং বিকেল ৪টায় টায় তার গ্রামের বাড়ি জেলার বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ হরিপুর এলাকায়। নামাজে জানাজার শেষে দাফন করা হবে।
বিকেলে পঞ্চগড় সদর থানায় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন মামলায় প্রকৃত আসামিদের গ্রেফতার করা হবে কোন নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
 জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের ভাই মারা গেছে। কিছুক্ষণ পর জানাযা শেষে দাফন লরা হবে৷ এর পরে আমরা দলীয় ও পারিবারিকভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে ।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |