পঞ্চগড়ে মলমপার্টির খপ্পরে পড়েছে চেয়্রাম্যানের পরিবার


পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে এবার মলমপার্টির খপ্পড়ে পড়েছে চেয়ারম্যানের পরিবার। সকালের নাস্তা খাওয়ার পর চেয়ারম্যান পরিবারের তিনজন সদস্য অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, সকালে চা নাস্তা খাওয়ার পর থেকেই আমার বাবা সামছুজ্জোহা (৬০) মা কাদিরা বেগম (৫৫) এবং আমার স্ত্রী কাশমিরা তাহির (৩০) ও পাশ্র্বর্তী আর্জিনা বেগম (৫৫) নামে এক মহিলা অচেতন হয়ে পড়েন। এসময় চেয়ারম্যান তার স্ত্রীসহ বাবা মাকে ঘুমাতে দেখে বার বার ডেকে জাগিয়ে তোলার চেস্টা করেন। তাদের কোন সাড়া শব্দ না পেয়ে অচেতন অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে কাদিরা বেগম, কাশমিরা তাহির ও আর্জিনা বেগম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সামছুজ্জোহার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এস এম মাহাবুব উল আলম বলেন, তাদের নেশাজাতীয় কোন দ্রব্য চা নাস্তার সাথে মিশিয়ে দিয়ে অজ্ঞান করা হয়েছে। রোগীরা যখন আসে তখন তারা গভীর ঘুমে ছিল। গুরুতর আহত সামসুজ্জোহাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আমি বিষয়টি থানায় অবহিত করেছি। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, খবর শুনেই পুলিশ তদন্তে নেমেছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে। তবে এটা ফুড পয়জনিং হতে পারে বলে জানান তিনি।