পঞ্চগড়ে রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব


পঞ্চগড় প্রতিনিধিঃ : পঞ্চগড়ে মহাসড়কের পাশে ফুটফুটে মেয়ে সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। আজ রোববার (২২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজকোট আদালতের সামনের সড়কে তিনি সন্তান প্রসব করেন। ওই নারীর নাম রনজিনা বেগম (৪০)। তিনি পঞ্চগড় সদর উপজেলার আমতলা এলাকার খতিবর রহমানেে স্ত্রী। বাবার বাড়ি ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায়। এদিকে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে তার পরিচয় শনাক্ত হয়। নবজাতক শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ওই ভারসাম্যহীন নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে তার এক আত্বীয়ের বাড়িতে নেয়া হয়। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, রনজিনা মানসিক ভারসাম্যহীন। অন্তঃসত্ত্বার পরেও স্বামীর বাড়িতে না থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। এর মাঝে হঠাৎ প্রসব ব্যথা উঠলে সড়কের পাশে সন্তান প্রসব করে বসে থাকে সে। জন্ম নেয় ফুটফুটে এক মেয়ে শিশু। ভূমিষ্ঠ শিশুর কান্নায় পাশ দিয়ে যাওয়া বোদা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ তাদের থাকা নারী সদস্যরা তাকে দেখতে পেয়ে কাছে যায়। এর মাঝে ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুসহ ভারসাম্যহীন নারীকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে শিশুসহ ওই নারীর খোজ খবর নেন পঞ্চগড় জেলা প্রশাসন। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম বলেন,আমরা প্রয়োজনীয় কাজে ইজিবাইক করে যাচ্ছিলাম। ওই ভারসাম্যহীন নারীকে রাস্তায় সন্তান প্রসব করতে দেখে ইজিবাইক থেকে নেমে তাকে সহায়তা করি। নারী হিসেবে এটা আমাতের কর্তব্য ছিল। স্থানীয়দের মাধ্যমে শিশুসহ তার জন্য কাপড়ের ব্যবস্থা করেছি। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল বলেন, ৯৯৯ ফোনে এ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার পরিচয় পাওয়া যায়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান বলেন, নবজাতক শিশু ও তার মাকে দুপুরে হাসপাতালে নিয়ে আসা নেয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ্য রয়েছে । আমরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছি।