পঞ্চগড়ে শিক্ষককে থাপ্পড় মারার অভিযুক্ত শিক্ষার্থীর বিচারের দাবিতে মানবন্ধন


পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে সিনিয়র শিক্ষককে থাপ্পড় মারার অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্ধীরা।আজ শনিবার এসএসসি পরীক্ষা শেষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে তারা মানববন্ধন কর্মসূচী পালন করে।বৃহষ্পতিবার এসএসসি পরীক্ষা চলাকালীন অন্যের খাতা দেখে লেখতে নিষেধ করায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হকিকুল ইসলামকে থাপ্পড় মারেন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী শামিমুর হাসান সাগর।এ ঘটনায় শুক্রবার শিক্ষক হকিকুল ইসলাম বাদি হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন।কিন্তু দুই দিনেও অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার না করায় এই মানববন্ধন কর্মসূচী পালন করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।