পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ৩ জন আহত


আব্দুর রহিম পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি নামক এলাকায় মোটর সাইকেল ও বাইসাইকেলের সংর্ঘষে এক মোটর সাইকেল আরোহী নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহত মোটর সাইকেল আরোহী রাসেল (২০) তেঁতুলিয়া উপজেলার জামাদারগজ গ্রামের জালাল উদ্দীনের ছেলে। আহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার জামাদারগজ গ্রামের আমিরুল (২৫) নাজমলু (১২) ও বুড়াবুড়ি মানদুল পাড়া গ্রামের হামিদুল (৩৫)।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার বিকেলে তেঁতুলিয়া থেকে মোটর সাইকেল যোগে ৩ আরোহী পঞ্চগড়ে আসার সময় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি নামক এলাকায় একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেল ও সাইকেলের আরোহী রাস্তায় ছিটকে পড়ে। তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.আকরামুল হক এক জনকে মৃত্যু ঘোষনা করেন। বাকি ৩ জনের মধ্যে দুই জনের অবস্থা আশংকজন হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।