পঞ্চগড়ে সড়ক দূঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত।


মো রবিউল ইসলাম : আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমখানা ব্রিজে দূর্ঘটনাটি ঘটে। পঞ্চগড়ের অমরখানায় সড়ক দূর্ঘটনায় রতন (৩০) ও রাব্বি (১৮) নমে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।জানা যায়, আহতদের বাড়ি নীলফামারীর জেলার ডিমলায়। পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে রতন ও রাব্বি পঞ্চগড় যাওয়ার সময় অমরখানা ব্রিজে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এসময় ওই দুই মোটরসাইকেল আরোহী পায়ে আঘাত পেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। আরো জানা যায়, রতনের পায়ের আঘাত গুরুতর দেখে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করে। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মোটরসাইকেল আরোহীর আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই ট্রাকটিকে আটক করা হয়েছে।।