পঞ্চগড়ে হঠাৎ শিলা বৃষ্টি

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি ও গুড়ি গুড়ি পাথর পড়েছে। এতে সদ্য গুটি আসা আম ও আমের মুকুলসহ বিভিন্ন ফসল এবং ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সোমবার (১২ মার্চ) সন্ধা ৭টার দিকে জেলার তেঁতুলিয়া উপজেলায় হঠাৎ করেই ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, হঠাৎ আকাশ ঘুটঘুটে কালো আকাশে পরিণত হয়। এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফাল্গুনে এই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে পথচারীরা। বৃষ্টির পাশাপাশি বয়ে যায় দমকা হাওয়া। প্রায় ঘন্টাখানিক এই শিলা বৃষ্টিতে কোথাও কোথাও শিলা স্তুপ জমে যায়।