ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করর্পোশনের ৬৩ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব

পঞ্চগড় প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেছেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মানুষের মৌলিক চাহিদা বাসস্থান ও আবাসন ব্যবস্থা সবার জন্য নিশ্চিত করতে স্বল্প ও মধ্য আয়ের মানুষদের বাড়ি ঘর নির্মাণে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সার্বিক আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

তিনি শুক্রবার (২৮ অক্টোবর) পঞ্চগড়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ৬৩ তম শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দুইজন ঋণ গ্রহিতার মঞ্জুরী পত্র ও দুইজনকে ঋণের চেক প্রদান করেন।

You must be Logged in to post comment.

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |     গাংনীতে শিশু ধর্ষণ অপচেষ্টার অপরাধে থানায় মামলা। ২ জন আসামীর একজন পলাতক     |