ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করর্পোশনের ৬৩ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব

পঞ্চগড় প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেছেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মানুষের মৌলিক চাহিদা বাসস্থান ও আবাসন ব্যবস্থা সবার জন্য নিশ্চিত করতে স্বল্প ও মধ্য আয়ের মানুষদের বাড়ি ঘর নির্মাণে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সার্বিক আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

তিনি শুক্রবার (২৮ অক্টোবর) পঞ্চগড়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ৬৩ তম শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দুইজন ঋণ গ্রহিতার মঞ্জুরী পত্র ও দুইজনকে ঋণের চেক প্রদান করেন।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |