পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অস্বাভাবিক শিশুর জম্ম


পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অস্বাভাবিক এক কন্যা শিশুর সিজারিয়ানের মাধ্যমে জম্ম হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে অস্বাভাবিক এ শিশুর জম্ম হয়। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ভিতরগর মাধইপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী হালিমা খাতুনের প্রসব বেদনা উঠলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা.আশুতোষ শর্মা হালিমার সিজারিয়ান অপারেশন করে এসময় তার গর্ভ থেকে অস্বাভাবিক শিশু বের করা হয়। শিশুর বাবা দরিদ্র ভেনচালক শরিফুল ইসলাম মেয়ের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা.মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,অস্বাভাবিক জম্ম নেওয়া শিশু সিসটিক হাইড্রোমা রোগে আক্রান্ত। শিশুটির জম্মগত ক্রটির কারণে এ রোগ হতে পারে । বর্তমানে শিশু ও তার মা ভালো আছে। শিশুটিকে উন্নত চিকিৎসার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।