পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ে প্রথম পূনর্মিলন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি ঃ “প্রাণের বন্ধনে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি স্মৃতির মন্থনে” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের নতুন-পুরাতন শিক্ষার্থীদের প্রথম পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকালে বিদ্যালয় চত্বর থেকে ঘোড়া ,মহিষ ও গরু গাড়ি নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম,পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহনুর রেজা,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পঞ্চগড় হান্নান শেখ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ শাহিনসহ বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ দেলোওয়ার হোসেন,পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহনুর রেজা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পঞ্চগড় হান্নান শেখ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ শাহিন.পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলামসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পূনর্মিলনীতে ১৯৮৪ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণের উল্লাসে মুখরিত হয়ে উঠে প্রিয় বিদ্যালয় প্রাঙ্গন ।