পঞ্চগড় ডেইরি হাব’র যাত্রা শুরু


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দুগ্ধ খামারীদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিতে দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র ‘পঞ্চগড় ডেইরি হাব’র যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট। নির্ঝর এগ্রো ফার্মের পরিচালক জিন্নাতুল ফেরদৌস নির্ঝরের সার্বিক তত্ত্বাবধানে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সড়কের বলেয়াপাড়ায় এই কেন্দ্রটি স্থাপিত হয়েছে।
পরে পঞ্চগড় ডেইরি হাব চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা ডেইরি ফার্মারস এ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) ডা. মো. আব্দুর রহিম ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মামুন কবীর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পঞ্চগড় শাখা ব্যবস্থাপক সফিকুল ইসলাম ভিপি, উত্তরা ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক সোহেল রানা, পঞ্চগড় সদর ইউপি চেয়ারম্যান আল ইমরান খান প্রমূখ।
পঞ্চগড় ডেইরি হাব’র দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রে প্রাথমিকভাবে প্রতিদিন ৮ হাজার লিটার দুধ সংগ্রহ করা হবে। পরবর্তীতে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও অধিক পরিমাণ দুধ ক্রয় করা হবে।