ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড় নারী শিশু সহিংসতা নির্মুলে সক্রিয়তা অভিযান

পঞ্চগড় প্রতিনিধি:যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্মুলের লক্ষ্যে ১৬ দিনের সক্রিয়তা অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার মাঘই পানিমাছপুকুরী উচ্চ বিদ্যালয়ে দিনভর সচেতনতামূলক প্রচার অভিযান ও খেলাধুলার আয়োজন করা হয়। মঙ্গলবার দিনব্যাপী এই আয়োজনে নারী ও শিশুর অধিকার সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় শিক্ষার্থীদের মাঝে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কাবাডি, ফুটবল, ব্যাটমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সংগঠনটি। পরে খেলার বিভিন্ন সরঞ্জাম বিদ্যালয় কর্তৃপক্ষকে তুলে দেয়া হয়। এ সময় ইউনিসেফের প্রতিনিধি হিসেবে ফেরদৌসী সুলতানা ও রুনা ক্যাথি, মাঘই মানিমাছপুকুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রোকশানুল ইসলাম লিয়ন, পঞ্চগড়ের টিম লিডার এএফএম তানজিরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের সচেতন করার মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা অনেকটা কমে আসবে বলে মনে করেন আয়োজকরা।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |