পঞ্চগড় মাগুরা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৫ মার্চ) রাতে আমলাহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজসেবক আলহাজ¦ মো. মনির হোসেন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল গফুর মাস্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুর রব, মো. জাকির হোসেন, ফজলে নুর বাচ্চু, আফসার প্রধান, আন নুর বিপ্লব, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাকিয়া খাতুন, আমলাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম বিলাস বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড়-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মো. মনির হোসেন বলেন, আমি কোন কিছু নিতে আসিনি, আমি দিতে এসেছি। এ এলাকার মানুষের বিপদে আপদেসহ ভালো-মন্দ সব বিষয়ে খোঁজ খবর নিতে এসেছি। সামথ্যের মধ্যে থেকে মানুষকে সহযোগিতা করতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে এ আসনে মনোনয়ন দেন তাহলে আমি আপনাদের সমর্থন আশা করবো, ভালোবাসা চাবো। আগামী নির্বাচনে যেই নৌকা প্রতিক পাবেন তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষের কাছে আহবান জানান। পরে তিনি ওই এলাকার মসজিদ-মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।