পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারন সম্পাদক আব্দুল হালিম নির্বাচিত


পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদীঘি ইউনিয়নের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ নভেম্বর) রাতে কামাত কাজলদীঘি ইউনিয়নের টুনিরহাট দ্বি-মূখী উচচ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি সহসভাপতি আব্দুল লতিফ তারিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। সদর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবেদ আলী শাহ এর সভাপতিত্বে এসময বক্তব্য রাখেন,জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড : আজিজার রহমান আজু, সাধারণ সম্পাদক মাসুদ করিম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন শেখ সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রমাণিক, সাধারণ সম্পাদক মফিজার রহমান,সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম সহ প্রমুখ। ত্রি-বার্ষিক সম্মেলন শেষে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন রাতেই সদর উপজেলার ৪নং কামাত কাজলদীঘি ইউনিয়নের মো: হাসিবুল ইসলামকে সভাপতি ও আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত ঘোষণা করেন।