ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড় সল্প খরচে মিলছে সেচের পানি পেয়ে খুঁশি চাষীরা, বেড়েছে চাষাবাদ

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের করতোয়া নদী পাড়ের গ্রাম ফুলতলা। এই গ্রামে অন্তত ২ হাজার মানুষের বসবাস। যাদের বেশীর ভাগই কৃষির উপর নির্ভরশীল। তবে কৃষি জমিতে সেচের পানির সংকট ছিল তাদের অন্যতম প্রধান সমস্যা। একসময় সেচের অভাবে এ গ্রামের বেশির ভাগ জমিতে ফসল ফলানো ছিল কষ্টসাধ্য ব্যাপার। প্রায় সময় কৃষি কাজ ব্যাহত হতো। যা এই গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরী করেছিল। এ সমস্যা সমাধানে কৃষকদের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সেচ প্রকল্পের আওতায় স্থাপন করেছে ৩টি হাল্কা সেচ পাম্প। সল্প খরচে প্রকল্পের সেচের পানি পেয়ে কৃষকেরা নদীর উভয় পাড়ের জমিতে আলু, সরিষা, শিম, পিঁয়াজ, বেগুন সহ নানা ধরনের সবজি ও বোরো ধানের চাষাবাদ শুরু করেন। সুদিন ফিরতে শুরু করে এলাকার মানুষের। বদলে যায় গ্রামের মানুষজনের জীবনধারা। পেয়ে খুশি কৃষকরা। প্রকল্পে বদলে যাচ্ছে এলাকার মানুষের জীবনযাত্রা। এই সেচ প্রকল্পের মাধ্যমে শুস্ক মৌসুমে এই অঞ্চলের কৃষিতে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। ১১০ হেক্টর জমিতে সেচ প্রদান করা যাচ্ছে। ইতিমধ্যে শতভাগ জমি সেচের আওতায় এসেছে। যার সুফল সরাসরি পাচ্ছেন কৃষকেরা।
এছাড়া ইউনিয়নের আহম্মদনগর ও বেংহারী গ্রামের শতভাগ জমি এ প্রকল্পের আওতায় এনেছে পানি উন্নয়ন বোর্ড। বেড়েছে চাষাবাদ। উৎপাদিত হচ্ছে ধান, গম, আলু, ভূট্টা সহ নানা ধরনের ফসল। যা দেশের জাতীয় উৎপাদনে ভূমিকা রাাখছে। খরপোষ কৃষি থেকে বাণিজ্যিক কৃষি বদলে দিয়েছে গ্রাম গুলোতে বসবাসরত মানুষের জীবনধারা।
বোরো ধানের সেচ সুবিধায় বৃহস্পতিবার দুপুরে এ সেচ প্রকল্পের আওতায় থাকা তিনটি সেচপাম্প ইউনিট চালু করেছে পানি উন্নয়ন বোর্ড। সেচ প্রকল্প পরিদর্শনে আসেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও এর উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. আবু নাসের ওবায়দুল্লাহ সহ সেচ সুবিধাভোগী পানি ব্যবস্থাপনা দলের কৃষকেরা।
বেংহারী বনগ্রাম ইউনিয়নের ফুলতলা গ্রামের ফরিদুল ইসলাম বলেন, এসময় আমাদের এলাকার বেশিরভাগ জমি পতিত থাকতো। পানির অভাবে চাষাবাদ করা যেত না। করতোয়া নদীর দুই তীরের মানুষজন আমরা কৃষিতে তেমন সুবিধা করতে পারতাম না। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের সেচের ব্যবস্থা করেছে। আমাদের গ্রামের সবাই শতভাগ জমিতে সেচ সুবিধা পাচ্ছে। এখন আমরা শান্তিতে কৃষিকাজ করতে পারছি।
একই ইউনিয়নের বেংহারী গ্রামের আব্দুর রশিদ বলেন, বোরো ধানের চাষ করবো কিন্তু সেচের পানি নেই। এক সময় এ দুঃচিন্তা মাথায় ঘুরপাক খেত। সেচ পাম্প স্থাপন করে সেচ দিব যা ছিল কষ্টসাধ্য ও ব্যয়বহুল বিষয়। তবে সে সমস্যা সমাধানে এগিয়ে এসেছিল পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে আমরা কম খরচে অধিক পানি পেয়ে শান্তিতে কৃষিকাজ করছি। এখন আর আমাদের কোন সমস্যা নেই।
পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও এর উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী বলেন, কৃষিকে আরো লাভজনক ও আধুনিকীকরণে সেচ সুবিধার বিকল্প নেই। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ কাজে এগিয়ে এসেছে। আমরা কৃষকের সেচ সুবিধায় সেচ প্রকল্পের তিনটি ইউনিটের পাম্পগুলো চালু করছি। ফলে সল্প খরচে সেচ সুবিধা পাচ্ছে চাষীরা। আমরা আশা করি দেশকে খাদ্যে সমৃদ্ধি করার জন্য এ প্রকল্প অবদান রাখবে।

You must be Logged in to post comment.

সরকার পতনের ১ দফা দাবিতে গাংনীতে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল     |     বোদায় শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা     |     ঝিকরগাছায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে শিল্পী সভাপতি ও নাসরিন সম্পাদক নির্বাচিত     |     যশোর-২ এর আ’লীগের নৌকার মনোনয়ন নিয়ে এলাকায় ফিরলেন ডা. তৌহিদুজ্জামান তুহিন     |     মোটর সাইকেলের বহর নিয়ে সাবেক সংসদ সদস্যর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল     |     আসন্ন দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ : মেহেরপুর-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী হিসেবে কমরেড বকুলের মনোনয়ন পত্র জমা     |     আটোয়ারীতে ৫৭ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট র‌্যাবের হাতে আটক     |     তিন হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, বীমা দাবি পেলেন ২ লাখ ৮০ হাজার টাকা     |     গাংনীতে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এএসএম নাজমুল হক সাগরকে গাংনীবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালকে গণসংবর্ধনা, জনতার ঢল     |