পঞ্চগড়ে জাতীয় পার্র্টির (জেপি) উদ্যোগে কম্বল বিতরণ


পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে শীতার্ত মানুষ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ডিয়াবাড়ি টেংরাটিলা নুরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসা চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
জেলা জাতীয় পার্টির নেতা মো. নজরুল ইসলাম বেপারী, মো. মোতাহার হোসেন, সদস্য সচিব মো. আমিরুল ইসলামমাদরাসার সভাপতি মো. গমির উদ্দীন প্রধান, মাদরাসার মুহতামিম আহসান হাবিব, শিক্ষক মোকাদ্দেছ আলী, আলী আকবর, দুলাল হোসেন, নুরুল ইসলাম, আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ ওই এলাকার শীতার্ত মানুষ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন।