পবিত্র ঈদ-উলফিতরউপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ৯দিন বন্ধ ঃ ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে


তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ৯দিন বন্ধ থাকবে। তবে এ বন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম (যাত্রীপারাপার) অব্যাহত থাকবে।
বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, তেঁতুলিয়া, পঞ্চগড় এবং ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট এন্ড ইমপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর যৌথ সিদ্ধান্তে আজ বুধবার (১৯ এপ্রিল/২০২৩) থেকে (২৭ এপ্রিলল/২০২৩) রোজ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯দিন এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে উভয় দেশের ব্যবসায়ীরা পৃথক ভাবে বাংলাবান্ধা স্থলবন্দর তেঁতুলিয়া, পঞ্চগড় এবং ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশন, জলপাইগুড়ি, ভারত কর্মকর্তাদের বরাবরে লিখিত পত্র দিয়ে অবহিত করেছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বাংলাবান্ধা স্থলবন্দর সহকারী রাজস্ব কমকর্তা আমদানী-রফতানি বন্ধের বিষয়টি মুঠোফোনে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তবে ছুটি পরবর্তী আগামী ২৯ এপ্রিল রোজ শনিবার উদ্বোধনী দিন সকাল থেকে উভয় দেশের আমদানী-রফতানি কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।