পরশুরামে নানা আয়োজনের মধ্যে দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা পালিত


পরশুরাম (ফেনী) প্রতিনিধি ঃ ছবি পাইস‘‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা’’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সকালে পরশুরাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পালিত হয়। সকালে র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে, এতে বিভিন্ন স্কুল কলেজ ও পেশাজীবি সংগঠন অংশগ্রহন করে। পরে উপজেলা খোকা মিয়া মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খিলওয়াননু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, পরশুরাম পৌসভার প্যানেল মেয়র আবদুর রসুল স্বপন, মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান ভূট্ট, বক্সমাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, পৌর কাউন্সিলন আবদুল মন্নান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী শিক্ষক মন্ডলী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১লা বৈশাখ উপলক্ষে দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।