পলাশবাড়ীতে ইয়াবা ব্যাবসায়ী আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার সহকারী পুলিশ সুপার সি সার্কেল রেজিনুর রহমানের নির্দেশে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ পিচ ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
থানাসুত্রে জানাযায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এস আই মাহাবুব সঙ্গীয় পুলিশ ফোর্স সদরের কালীবাড়ি বাজারে অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবাসহ পেশাদার মাদক ব্যাবসায়ী বাবু (২০)কে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাবু উপজেলা সদরের উদয়সাগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।