পলাশবাড়ীতে মিনিবাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধা পলাশবাড়ীর বৃহস্পতিবার বিকালে দোকান ঘড় নামক স্হানে গাইবান্ধা থেকে রংপুর গামি বাসের সঙ্গে গাইবান্ধা গামী ট্রাকের সঙ্গে মুখো মুখি সংঘর্ষ হয়। এঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানান, রংপুর গামী রংপুর ট- ১১-০০৭১ সঞ্চিতা পরিবহন ও ঢাকা মেট্রো ট – ১৬ -৬৭৪৯ গাইবান্ধা গামী ট্রাকটি মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় মিনিবাসে থাকা যাত্রীরা কেউ হতাহত না হলেও মিনিবাসটি ও ট্রাকটি সামনের অংশ ভসকে যায়। বাসটি ও ট্রাকটি উদ্ধার করে পলাশবাড়ী থানায় নিয়ে আসে থানা পুলিশ।