পলাশবাড়ীর প্রস্তাবিত ‘আঞ্চলিক ইপিজেড’ ও রেলওয়ে সংযোগ লাইন স্থাপনের দাবী


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার ঐতিহাসিক পলাশবাড়ী উপজেলাবাসির প্রাণের দাবী পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে পলাশবাড়ীর ডাকঘর জিরো পয়েন্ট থেকে গাইবান্ধা সদর,সাদুল্লাপুর ও সাঘাটা উপজেলার ভৌগলিক আয়তনের আংশিক নিয়ে প্রস্তাবিত ‘আঞ্চলিক ইপিজেড’স্থাপন বাস্তবায়নের দাবী আজো লাল ফিতায় বন্দী।গাইবান্ধা রেলওয়ে লাইন হতে পলাশবাড়ী উপজেলা সদরের বুক চিঁড়ে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর রেলওয়ে সংযোগ লাইন স্থাপন বাস্তবায়ন দীর্ঘ বছরের জোরালো দাবী আজো উপেক্ষিত।চির অবহেলিত পলাশবাড়ীবাসি জেলার পৃথক ৫ সংসদীয় আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ ও দায়ীত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সর্বোপরি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।