পলাশবাড়ীর বেলেরঘাটে নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহাউৎসব

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা জুড়ে ৩২ টির অধিক স্থানে হতে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনে মহা উৎসব চলছে সংশ্লিষ্ট সকলের নিরব ভুমিকায়।ট্রাক্টর মালিকসহ যারা অবৈধভাবে বালু উত্তোলনের কাজটির সাথে জড়িত তাদের সকলে সমান অপরাধি।পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ীর উপরে বয়ে যাওয়া করতোয়া নদীর শাখা মর্চ নদী হতে প্রতিনিয়ত আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের মহাউৎসব চলছে।এতে করে ভূমি যেমন ঝঁকিতে তেমনি রাস্তাঘাট এমনটি বন্যা রক্ষা বাঁধ ব্যাপকভাবে হুমকির মুখে পড়ছে চলছে জনদূর্ভোগ কাকড়া আর ট্রলি নসিমনের দৌড়াত্বে।